বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬১

ভালুকায় জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশিকুর রহমান শ্রাবণ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১২ অক্টোবর (মঙ্গলবার) ভালুকা উপজেলা আঞ্চলীক শ্রমিকলীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ভালুকা উপজেলা আওয়ামী অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহণে দিবসটি সুন্দর ভাবে পালিত হয়।

এসময় শ্রমিকলীগ কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বেরহয়ে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক ও পৌর সদরে বিভিন্ন রাস্তা পদক্ষিণ শেষে শ্রমিকলীগ কার্যালয়ে এসে  আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

এসময় উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে  সাধারণ  সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সংরক্ষিত মহিলা এমপি মনিরা সুলতানা মনি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শওকত আলী, সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা আ'লীগের সম্মানীত সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এজাদুর হক পারুল, সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক জাকির সোসেন শিবলী প্রমুখ। আলোচনা শেষে বিশেষ মোনাজাত ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 

এই বিভাগের আরো খবর